ভিডিওতে দেখা যাচ্ছে, জলপাই রংয়ের শাড়িতে ২০ লাখ টাকার সোনার গয়না পরেছিলেন পরী। হাত ভর্তি রেশমি চুরি আর সাদা বেলী ফুলের খোঁপায় মোহনীয় লুকে সেজেছিলেন অভিনেত্রী।
এ ব্যাপারে জানা গেছে, সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন পরীমণি। সেখানে এমন সাজে ভক্তদের মাঝে উপস্থিত হয়েছিলেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন অভিনেত্রী।
আলাপচারিতায় পরী জানান, বর্তমানে বিভিন্ন শোরুম, রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার ভাষ্যমতে―এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা। এ সময় একজন প্রশ্ন করেন, আপনি সবার ক্রাশ, আপনার নতুন সিনেমা, ওয়েব সিরিজ আসছে না কেন?
এ সময় পরীমণি বলেন, আপনি কি দিনশেষে এটাই ভাবেন? এখানকার খাবার অনেক মজা হয়েছে। এটা অবশ্যই টেস্ট করে যাবেন।