যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক তিনমাস স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্ক স্থগিত করায় আলোচনার সময় আরো পাচ্ছি। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবো।
হঠাৎ করে ট্রান্সসিপমেনট বাতিলের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। তবে সরকার তৈরি পোশাক রপ্তানিসহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।
নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবো, বাণিজ্যিক সক্ষমতা বাড়াবো।