গাজায় জাতিগত নির্মূল এড়াতে জাতিসংঘের সতর্কবার্তা

ছবি সংগৃহিত।

ফিলিস্তিনি ছিটমহল গাজায় জাতিগত নির্মূল এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (৫ ফেব্রুয়ারি)জাতিসংঘে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার অনুশীলন বিষয়ক কমিটিতে দেওয়া ভাষণে তিনি দুই রাষ্ট্র সমাধানের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী কোনো দেশে পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটি যুক্তরাষ্ট্র দখলে নেবে, ট্রাম্প এমন প্রস্তাব করার পর জাতিসংঘ মহাসচিব এমন পরামর্শ দেন।

তিনি বলেন, সমাধানের সন্ধানে আমাদের অবশ্যই সমস্যাটিকে আরও খারাপ করা উচিত নয়। আন্তর্জাতিক আইনের ভিত্তির প্রতি সবার অবিচল থাকা অত্যাবশ্যক। যে কোনো ধরনের জাতিগত নিধন এড়িয়ে চলা অপরিহার্য।

গুতেরেস বলেন, যে কোনো টেকসই শান্তির জন্য প্রয়োজন দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে বাস্তব, অপরিবর্তনীয় ও স্থায়ী অগ্রগতি, দখলদারিত্বের অবসান এবং গাজাকে অবিচ্ছেদ্য অংশ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

জাতিসংঘে ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়োগকৃত ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর কমিটির বৈঠকে জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় আব্দুল্লাহ আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন।

ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে জাতিসংঘ দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্রীক প্রস্তাবকে সমর্থন করে আসছে। এই প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি ও ইসরায়েলিরা স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে পাশাপাশি দুই রাষ্ট্রে বসবাস করবে।

ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু ১৯৬৭ সালে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধের সময় থেকেই ইসরায়েল এই সবগুলো অঞ্চল দখল করে রেখেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২