ইসরায়েলকে বোমা সরবরাহে বাইডেনের স্থগিতাদেশ তুলে নিচ্ছেন ট্রাম্প

ছবি সংগৃহিত।

ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউসের একটি সূত্র শনিবার (২৫ জানুয়ারি) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, ‘এমন অনেক জিনিস, যা ইসরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল; কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন পথে রয়েছে।’

ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন, সেটা প্রত্যাশিত ছিল। ইসরায়েল সরকার বেসামরিক মানুষজনের ওপর, বিশেষ করে চলমান যুদ্ধে ফিলিস্তিনের গাজার রাফা শহরের মানুষের ওপর এসব বোমা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কায় থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে বাইডেন এই সরবরাহ স্থগিত করেন।

বাইডেন ও ট্রাম্প দুজনই ইসরায়েলকে সমর্থন করেছে। এদিকে শপথ গ্রহণের পর ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বে শান্তি আনা ও সব যুদ্ধ বন্ধের জন্য কাজ করবেন। তবে এরমধ্যেই জানা গেল, ইসরায়েলকে বিধ্বংসী এসব বোমা দিতে যাচ্ছেন তিনি। গাজার খান ইউনিসের আল-মাওয়াসি ক্যাম্পে গত সেপ্টেম্বরে ‘২০০০ পাউন্ডের’ একটি বোমা ফেলেছিল ইসরায়েলি সেনারা। এতে সেখানে ৩৩/৫০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছিল।

 প্রসঙ্গত, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হচ্ছে। ইসরায়েলও কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দেয়া না হলে ‘নরকের মূল্য’ চোকাতে হবে।

 

বিনিউজ/ এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২