একাধিক আইনজীবীকে বরখাস্ত করলেন ট্রাম্প

ছবি সংগৃহিত।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কর্মরত এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন। তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তকাজে যুক্ত ছিলেন।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) এসব আইনজীবীদের বরখাস্ত করা হয়।

এসব আইনজীবীরা ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করবে না এজন্য তাদের বরখাস্ত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বিবিসির যুক্তরাষ্ট্র ভিত্তিক অংশীদার সিবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন। 

এসব আইনজীবীরা সাবেক স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের সঙ্গে ছিলেন। তারা মূলত ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। 

জ্যাক স্মিথকে ২০২২ সালে বিশেষ কাউন্সিল হিসেবে নিয়োগ দেয়া হয় ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার বিষয়ে তদন্তের জন্য। কিন্তু ট্রাম্প তাকে শপথ নেয়ার দুই সেকেন্ডের মধ্যেই বরখাস্ত করা হুমকি দিয়েছিলেন। এজন্য জ্যাক স্মিথ ট্রাম্পের শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেছিলেন। 

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগের কোনোটিতেই দায়ী নন ট্রাম্প। ফলে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এ মামলা দুটি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

জ্যাক স্মিথের দলে যেসব আইনজীবী কাজ করেছিলেন তারা দুর্নীতি বিষয়ে তদন্ত পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। গতকাল সোমবার তাদের বরখাস্তের কারণ হিসেবে জানানো হয়, ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমই তাদেরকে কাজ করতে অনুপযুক্ত করেছে। 

জানা গেছে, বরখাস্ত হওয়া আইনজীবীরা গতকাল সোমবার একটি চিঠি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত ও মামলা পরিচালনায় এসব আইনজীবীর ভূমিকা বিচার বিভাগের কাজে তাঁদের অনুপযুক্ত করে তুলেছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

নাইজেরিয়ায় নৌকা ডুবি নিহত অন্তত ৬০

তারেক-বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল

গুপ্তরাজনীতি’র অবসান চায় ছাত্রদল

ক্রিকেটে ইতালির উত্থান

জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আইজিপি

জিমেইল ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

১০

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১১

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ: ডাকসু নির্বাচনে বাধা নেই

১২