পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে ক্যাম্পাস জুড়ে সাড়ে চার শ’ গাছের চারা রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রাজশাহী রিজনের উপ-মহাব্যবস্থাপক মো. সাজেদুর রহমান, সহকারি মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও পাবনা প্রধান শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পূবালী ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সেমিনার কক্ষে ‘ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসির একটি ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালযয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারের একার পক্ষে কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে দাঁড় করানো অনেক সময় কিছুটা কঠিন হয়ে পড়ে। সবার সহযোগিতা আমাদের লাগবে। আমরা প্রত্যাশা করি, তাঁরা সবসময় আমাদের সাথে থাকবে। তবে ভালো সেবা যে দিবে, আমরা সেখানেই যাব। ভালো প্রোডাক্ট হলে আমরা গ্রহণ করব। বৃক্ষরোপণ করার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি পূবালী ব্যাংকে ধন্যবাদ জানান।’
ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক টার্গেট নির্ধারণ করেছে ২০২৭ সালের মধ্যে ৫০ ভাগ এবং ২০৩১ সালের মধ্যে ১০০ ভাগ ক্যাশলেস লেনদেন হবে ব্যাংকিং কার্যক্রমে। ঘরে বসেই ব্যাাংকিং লেনদেন পরিচালিত হবে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’র জায়গা থেকে গাছ লাগানো কর্মসূচি পরিচালনা করা হয় বলে জানান। ব্যাংকের ঊর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য ল্যাব করার বিষয়ে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক বুথ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাংকিং ও ডিজিটাল সেবার বিষয়ে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।