সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ি থামিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে র্যাব-১২’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে জেলার কড্ডার মোড়ে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এসময় তারা যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১২’র সদর কোম্পানির একটি বিশেষ দল সোমবার বিকেলে সায়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের মো. রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।
র্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেফতার দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
চলমান অভিযানে ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।