পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব

ছবি সংগৃহিত।

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ ঘিরে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

র‌্যাব জানিয়েছে, বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সারাদেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র‌্যাবের সকল ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ২২৪টি পিকআপ টহল, ১২২টি মোটর সাইকেল টহলসহ সর্বমোট ৩৪৬টি টহল ও সাদা পোশাকে ৪১৩ জন সহ সর্বমোট ২৪৪৯ জন র‌্যাব সদস্য মোতায়েন রাখবে।

এছাড়াও, রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি ও রমনা বটমূলসহ বর্ষবরণ কেন্দ্রিক এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট।

নাশকতা ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে বিশেষ কমান্ডো টিম, মোবাইল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে চলবে নজরদারি। এ ছাড়া অনলাইন জগতে গুজব, উস্কানি বা মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সদা তৎপর রয়েছে।

বোমা হামলার আশঙ্কা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে। এই ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে যেকোনও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায়।

সারাদেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র‌্যাবের কন্ট্রোল রুম, পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং। এছাড়াও যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ থাকবে।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনাসহ যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ ধরনের কোনও ঘটনার শিকার হলে র‌্যাব সদস্যদের জানানোর অনুরোধ জানানো হয়েছে।

র‌্যাব আরো জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া না গেলেও তারা আত্মতুষ্টিতে ভুগছে না। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে যেকোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে র‌্যাব ফোর্সেস। দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়ে র‌্যাব সকলের সহযোগিতাও কামনা করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশুর মরদেহ উদ্ধার

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

বাংলাদেশের সঙ্গে আলোচনা নিয়ে যা বললো পাকিস্তান

ধানে আর্সেনিকের ঝুঁকি, শঙ্কায় বাংলাদেশসহ কৃষিনির্ভর দেশ

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ভরসা রাখুন এই ৬ ফলে

১০

দর্শনা ইমিগ্রেশনে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

১১

জুমার দিনে যে সময়ের দোয়া বেশি কবুল হয়

১২