পাবনায় সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাস চালক সানোয়ার হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সকালে পাবনা পৌর সদরের ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাস চালক সানোয়ার হোসেন জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান রবিবার (২৭ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বাসচালক সানোয়ারকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দূর্ঘটনা কবলিত পাবনা এক্সপ্রেস নামক বাসের চালক।
ওসি জানান, গত ৪ জুলাই ভোর পৌনে ছয়টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নারায়নগঞ্জ থেকে যাত্রী নিয়ে পাবনা এক্সপ্রেস নামের পরিবহনটি (যার রেজি নং ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১) পাবনায় যাচ্ছিল। অজ্ঞাতনামা চালক ঘুমের ঘোরে দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে দূর্ঘটনাস্থলে তার নিজ লেন রেখে বিপরীত লেনে উল্টো পথে চলে যায়।
এ সময় পাবনা থেকে ঢাকা অভিমুখী একটি ট্রাক (যার রেজি নং ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের ৩ জন যাত্রী নিহত হয়। বাসে থাকা কয়েকজন যাত্রী গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। ওই সময় অজ্ঞাতনামা বাস ও ট্রাক চালক পালিয়ে যায়।
এ ঘটনার পরদিন ৫ জুলাই মাধপুর হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বাদি হয়ে বাস ও ট্রাক চালক দুইজনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯২(১)/৯৮/১০৫ ধারায় দায়েরকৃত মামলা নম্বর-০৫, তারিখ-০৫/০৭/২০২৫।
এরপর গোপন তথ্যের ভিত্তিতে মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস দল শনিবার সকালে অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত পাবনা এক্সপ্রেস বাসের চালক সানোয়ার হোসেন কে গ্রেপ্তার করা হয়।