ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে চাটমোহরে কম্বল বিতরণ

ছবি : সংগৃহীত।

ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার চাটমোহর উপজেলায় তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কাতুলী হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও রাষ্ট্রীয় শোক পালনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আনিসুর রহমান সুমন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহ-সভাপতি শাহীন রহমান, কোষাধ্যক্ষ এনামুল হক, সমকাল প্রতিনিধি মিলন হোসেন, যুগান্তর প্রতিনিধি পবিত্র কুমার তালুকদার, হযরত আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবুল হাসান অপু প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশারত আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক বুলবুল আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক আল-আমিন হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম মোহন রায়হান মাখন, নির্বাহী সদস্য দেবজিৎ কুন্ডু বাঁধন।

পরে সমাজের অসহায় দু:স্থ, হতদরিদ্র, গরীব মানুষ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা। এছাড়াও চাটমোহর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সবমিলিয়ে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের চেয়ারম্যানের ওমরা পালন করতে যাওয়াসহ দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে দৈনিক যুুগান্তরের চাটমোহর উপজেলা প্রতিনিধি পবিত্র তালুকদার যুগান্তরের মাল্টিমিডিয়ায় নভেম্বর মাসে দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

প্রথম আলো-ডেইলি স্টার নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল

৯০ দিনের মধ্যে হাদির হত্যার বিচার হবে: আইন উপদেষ্টা

খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি

ও আর খান চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে চাটমোহরে কম্বল বিতরণ

সব রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায়: সিইসি

সর্বোচ্চ দামে আজ থেকে বিক্রি হবে স্বর্ণ

পবিত্র শবেমেরাজ ১৬ জানুয়ারি

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তার ৯

১০

নিয়োগ দিচ্ছে বিকাশ, রয়েছে একাধিক সুবিধা

১১

সুদানের দারফুর বাজারে ড্রোন হামলায় নিহত ১০

১২