'দম’ এর আগেই ওজন কমানোর দৌড়ে নিশো

ছবি: সংগৃহীত।

অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মাধ্যমে আবারও শব্দটি শুনলো ঢালিউড সংশ্লিষ্টরা!২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে শুটিং প্রস্তুতি, শিল্পী–কুশলী পরিচিতিসহ নানা তথ্য জানান সিনেমার প্রযোজক, পরিচালক।

‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক, অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও।

‘দম’ সিনেমার প্রযোজক এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘শুটিংয়ে যাওয়ার আগে সবার দোয়া নিতেই আমাদের এ আয়োজন। আমরা এবার এক দমে সিনেমাটা শেষ করতে চাই। শুটিং শুরু করতে দেরি হলো কারণ এটা বেশ কঠিন একটা স্ক্রিপ্টের কাজ, তাই সিনেমাটার নির্মাণ প্রক্রিয়াও কঠিন। সিনেমাটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমরা যেন ঠিকমতো কাজটা শেষ করে দর্শকদের সামনে হাজির করতে পারি সেই দোয়া করবেন।’

২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’, সিনেমায় অভিনয় করবেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে। ‘দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী।

সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, ‘আমাকে শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন রেদওয়ান রনি ভাই ফোন করবেন ‘দম’ সিনেমার জন্য। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না। কয়েকদিন পর ফোন দিয়ে বললেন আমার অডিশন নিতে চান। আমিও খুব অ্যাকটিভ ছিলাম, কারণ আমি ‘দম’ সিনেমাটা করতে চাচ্ছিলাম। অডিশন দেয়ার পর তো আমি আরও টেনশনে! একটাই ভাবনা, কাজটাতে যুক্ত হতে পারব তো? যখন আমাকে জানানো হলো যে আমি চূড়ান্ত, ওই দুই–তিনদিন আমার কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো, আমি যে কী খুশি হয়েছি এটা আমার সঙ্গে যারা ওই সময়ে ছিলেন তারা জানেন। এখন আমরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছি, জার্নিটা খুব ভালো লাগছে।"

‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সেলের মধ্যে আছেন তিনিও। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে। আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই নাকি প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি।

শুধু ওজন কমানো নয়, শুটিংয়ের স্থান এবং পরিবেশও অত্যন্ত কঠিন। নিশো জানান, তাঁরা যেখানে শুটিং করতে যাচ্ছেন, সেখানে তাপমাত্রা মাইনাস থাকবে বা জিরো থাকবে, এক–দুই থাকবে। এই চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আসলে জানি না যে সেই আবহাওয়ার সঙ্গে দম দেখিয়ে টিকতে পারব, নাকি অসুস্থ হয়ে যাব। তাই আমাদের এখানে কোনো ব্যাকাপ কোনো প্ল্যান নাই।’ তবে তাঁদের দৃঢ় বিশ্বাস, মনের ভেতরের শক্তি দিয়ে তাঁরা কাজটি শেষ করে আসবেন।

শারীরিক পরিবর্তন না করতে মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ’সবাই অপেক্ষা করছে সিনেমাটি নিয়ে। আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে ‘দম’টা শেষ করতে পারি। ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্র করতে শিল্পীরা মুখিয়ে থাকে। এবার আমাদের এই সুযোগ করে দিয়েছে শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। একেবারে নতুন গল্প নতুন চরিত্র। আমাদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি করিনি। আর সে জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। আশা করি এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।"


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১০

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

১১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

১২