সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন টিএম আরিফ। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বে যোগদান করেন।
তিনি ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি কক্সবাজারে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি অধিগ্রহণ শাখা-২,৩) ও জেনারেল সার্টিফিকেট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।