"আমার পোশাক নিয়ে প্রশ্ন করা হলে গত ৩০ বছরের পোশাক প্রশ্নবিদ্ধ"

অভিনেত্রী ও মডেল রুনা খান সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন।  তিনি বলেন, "সামাজিকভাবে, মানসিকভাবে এবং একটা পর্যায়ে গিয়ে এটা রাষ্ট্রীয়ভাবে বুলিং চলছে প্রতিনিয়ত।"

তিনি উল্লেখ করেন, একজন মডেল হিসেবে তার পোশাক নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে গত ৩০ বছরের র‍্যাম্প মডেলিংয়ের ৯০ শতাংশ পোশাকই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। তিনি বলেন, "ওজন, পোশাক নিয়ে এমন একটা পরিবর্তনের পর আমার কাজের ধরণেও একটু নতুনত্ব যোগ হয়েছে।"

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে রুনা খান জানান, তিনি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করেন। প্রতিদিন হাঁটেন, পরিমিত আহার করেন এবং আট-নয় ঘণ্টা ঘুমান। তার মতে, "সুস্থ থাকার জন্য সৌন্দর্যটা আমার কাছে খুবই আপেক্ষিক ব্যাপার। এখন পর্যন্ত মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ আছি — এটাই মূল মন্ত্র।"

রুনা খান অভিযোগ করেন, গণমাধ্যমে তার একটি পুরনো বক্তব্যকে বছরের পর বছর ধরে একইভাবে পুনঃপ্রচার করা হয়েছে, যা তাকে এক পর্যায়ে অস্বস্তিতে ফেলেছে। তিনি বলেন, "একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার পর সেটা নিয়ে এতবার, এতভাবে খবরটা ফলাও করে প্রচার করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা পেশাদার আচরণ নয়।"

তিনি আরও বলেন, গত চার বছরে তার কাজের পরিধিতে নতুনত্ব এসেছে। দেশের বিভিন্ন ডিজাইনার তাকে র‍্যাম্প শোতে ‘শোস্টপার’ হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তার আগে এমন কোনো প্রস্তাব আসেনি।

রুনা খান বলেন, "আমার দেশেরই আরও পাঁচজন সহকর্মী, সিনিয়র-জুনিয়র সবাই র‍্যাম্প মডেলিং করছে। কিন্তু আমার ব্যাপারটাকে ওজন-পোশাক নিয়ে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে, যার মূল দায়টা গণমাধ্যমের।"

বিশেষ করে একটি পত্রিকার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেই পত্রিকাটির সাথে কথা বলার পর থেকে অসংখ্যবার তাকে পোশাক সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, "তারা হয়তো আমাকে এখনো পছন্দ করে উঠতে পারেনি। দেখা যাক, সময়ের সাথে সাথে হয়তো পেরে যাবেন।"

রুনা খান এই পুরো অভিজ্ঞতাকে সামাজিক, মানসিক ও রাষ্ট্রীয় পর্যায়ে চলমান "বুলিং" হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি বলেন, "ইতিবাচক খবর যত সহজে বিক্রি হয়, সেই খবরের সাথে একটু রঙ মেশালে সেটা আরও সহজে বিক্রি হয় — গণমাধ্যম সেটাই করছে।"


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবছর অমর একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর

মহানবী (সা.)-কে কটূক্তির জেরে মাজারে হামলা, বাড়িতে আগুন

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না: আমীর খসরু

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর : ইসি সচিব

উল্লাপাড়ায় ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের কড়া নজরদারি

‘৪ আগস্টই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

লিবিয়া থেকে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও

১০

নরসিংদীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

১১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু

১২