প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণে মানববন্ধন

ছবি : সংগৃহীত।

“জেলেদের জন্য বরাদ্ধকৃত চাল জেলেদের অধিকার” স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঁশবাড়িয়া ক্ষুদ্র জেলে সম্প্রদায়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা বাঁশবাড়িয়া লঞ্চঘাট বাজারে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় জেলেরা এ মানববন্ধন পালন করেন। এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আখন,ইউনিয়ন বিএনপি সভাপতি এনায়েত কবির ফারুক,ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নজরুল মোল্লা,দশমিনা উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি রায়হান বাদল,প্রেসক্লাব সম্পাদক ফয়েজ আহমদ ও ক্ষুদ্র জেলে সম্প্রদায়ের সদস্য আমিনুল কাজিসহ আরও অনেকে। 

এসময় বক্তারা বলেন,অবরোধের আগেই জেলেদের চাল জেলেদের হাতে নিশ্চিত করা, ত্রুটিমুক্ত জেলে তালিকা তৈরি করা, জেলে চাল বিতরনে সচ্ছতা নিশ্চিত করা, অন্য কারো মাধ্যমে নয় জেলে কার্ড সরাসরি জেলেদের হাতে দেয়ার ব্যবস্থা করা, অবরোধকালীন সময়ে জেলে পরিবারগুলোর জন্য রেশনের ব্যবস্থা করা এবং জেলে পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে।

অবরোধ কালীন সময়ে জেলেদের চাল দেওয়া হয়না, চাল দেওয়া হয় অবরোধের ৪/৫ সপ্তাহ পড়ে, আবার প্রকৃত জেলেরা চাল পাচ্ছেন না, চাল পাচ্ছেন ভ্যান চালক সহকারে বিভিন্ন পেশা শ্রেনীর লোকেরা, ২৫ কেজি করে চাল 

বরাদ্ধ থাকা সত্বেও চাল দেওয়া হয় ২০ কেজি করে। তাই এই মানববন্ধনের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে, অবরোধের ভিতরেই প্রকৃত জেলে নির্বাচন করে ২৫ কেজি  করে চাল দিতে হবে। 

মোঃ রায়হান বাদল বলেন, মাছ ধরার ট্রলার গুলোতে লাইফ জ্যাকেট ও পর্যাপ্ত বয়া নেই, দিক নির্নয়ের কোন যন্ত্রপাতি নেই, জেলেদের নিরাপত্তা এবং নৌযানগুলোর প্রযুক্তিগত উন্নয়নে সরকারের কোন উদ্যোগ না থাকার কারনে প্রতি বছর বিভিন্ন দূর্যোগের কবলে পড়ে মারা যাচ্ছে জেলেরা। তাই জেলেদের নিরাপত্তা বৃদ্ধির জন্য ট্রলারগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া দেওয়ার জন্য মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি। 

অবরোধ তথা মাছ ধরা নিষেধাঙ্গা থাকা কালীন সময়ে জেলেদের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা নিয়মিত ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে হবে, এবং এর পাশাপাশি মহাজন ও আড়তদারদের দাদনের ফাদঁ থেকে জেলেদের বের করে আনতে সরকারিভাবে সহজ শর্তে ঋন ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে। 

নিবন্ধন তালিকায় প্রকৃত জেলেদের বাদ দিয়ে ভিন্ন পেশার মানুষকে অর্ন্তভুক্ত করা হচ্ছে, ফলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় দেওয়া সুবিধাগুলো অনিয়মের মাধ্যমে অন্য পেশার মানুষেরা ভোগ করেছেন যা প্রতারনার সামিল। তাই এই মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি প্রকৃত জেলে নির্বাচন করে সরকারি সুবিধাগুলোর আওতায় আনতে হবে। 

এছাড়াও জেলে মোঃ মোহিন মাঝি অভিযোগ করে বলেন, প্রতিবারেই নিষেধাঙ্গার সময়ে আমাদেরকে  বরাদ্ধের চাল দিতে দেরি করেন, এতে আমাদের সংসার চলাতে কস্ট হয় দারদেনা করে সংসার চালাতে হয়। তাই এবার অবরোধ কালীন সময়েই যেনো  চাল দেওয়া হয় মানববন্ধনের মাধ্যমে আমরা এই দাবি জানাই। 

মোঃ হাবিব মাঝি বলেন, আমার কার্ড থাকা সআেমি চালের স্লিপ পাইনি, আমাকে বাদ দিয়ে অন্য লোককে দেওয়া হয়েছে, স্লিপ চাইলে খারাপ ব্যবহার করা হয়। মোসাঃ হাসিনা বেগম বলেন , আমার স্বামী একজন প্রকৃত জেলে নদীতে মাছ ধরেই আমার সংসার চলে, প্রথম ২ বার চাল পাওয়ার পড়ে আজ ৩ বছর  জেলে কার্ড থাকা সত্বেও আমার স্বামী চাল পায়না। অন্য পেশার মানুষের কাছ থেকে টাকা নিয়ে কার্ড দেওয়া হয়,এবং তারা চাল পায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণে মানববন্ধন

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা: সালাহউদ্দিন আহমেদ

৯ সেপ্টেম্বরের সমন্বয় করা দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে: অর্থ উপদেষ্টা

বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও, উচ্চ আদালতে রিট

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ফার্মগেটে ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন ‘অ্যালেন স্বপ’

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

১০

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত

১১

গুরুতর অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

১২