বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে শুরু হওয়া এ কর্মসূচি দাবি না মানা পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে,স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
কর্মবিরতিতে সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মিল্টন আলীসহ স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।