সীমান্তে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখল বাংলাদেশে বসবাসরত মেয়ে

ছবি : সংগৃহীত।

মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিলেন বাংলাদেশে বসবাসরত এক মেয়ে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মানবিক সহযোগিতায় সেই মেয়ের  আকুতি পূরণ হলো। বিজিবি’র উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি। 

এই ঘটনা বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টা ১৫ মিনিটে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার তিন ছেলে ও দুই মেয়েকে রেখে যান। 

তার এক মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো তার মায়ের মুখটি দেখার জন্য আকুতি জানান।

মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। তাদের সমন্বিত প্রচেষ্টায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সীমান্তের মেইন পিলার ১০৫-এর কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয়। সেখানেই বাংলাদেশে বসবাসরত মেয়েকে মায়ের শেষ মুখটি দেখার সুযোগ দেয়া হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র  পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন,  এই ধরনের মানবিক কার্যক্রম শুধু দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করে না, বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি করে। বিজিবি সবসময় 'সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক' হিসেবে কাজ করে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪

সীমান্তে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখল বাংলাদেশে বসবাসরত মেয়ে

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী জশনে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১ হাজার ৮৬৬

মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে: রিজভী

সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ

হামজা-শমিত সোমদের ছাড়াই নেপালকে হারানোর চ্যালেঞ্জ

রাজবাড়ীর ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মহানবী (সা.) এর জীবনাদর্শ বিশ্বশান্তির পথ দেখায়: প্রধান উপদেষ্টা

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৮ জন

১১

দেশে বেড়েছে বার্ড ফ্লু ,শনাক্ত ৪ শিশু

১২