সীমান্তে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখল বাংলাদেশে বসবাসরত মেয়ে

ছবি : সংগৃহীত।

মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিলেন বাংলাদেশে বসবাসরত এক মেয়ে। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মানবিক সহযোগিতায় সেই মেয়ের  আকুতি পূরণ হলো। বিজিবি’র উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি। 

এই ঘটনা বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টা ১৫ মিনিটে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার তিন ছেলে ও দুই মেয়েকে রেখে যান। 

তার এক মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো তার মায়ের মুখটি দেখার জন্য আকুতি জানান।

মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে। তাদের সমন্বিত প্রচেষ্টায় শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সীমান্তের মেইন পিলার ১০৫-এর কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনা হয়। সেখানেই বাংলাদেশে বসবাসরত মেয়েকে মায়ের শেষ মুখটি দেখার সুযোগ দেয়া হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)'র  পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন,  এই ধরনের মানবিক কার্যক্রম শুধু দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করে না, বরং সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি করে। বিজিবি সবসময় 'সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক' হিসেবে কাজ করে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়াল

পাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল বুথ উদ্বোধন

শিক্ষকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা

টেকসই নগরায়ণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাদ পড়লেন চিত্রনায়ক ফেরদৌস

আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল

সিরিজ জয়ের মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভোলায় ২ হাজার গাছ রোপণ করেছে গ্রামবাসী

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা আরও বাড়াল সরকার

১০

সিরাজগঞ্জে নবজাতক চুরি মামলায় নারীর কারাদণ্ড

১১

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষক

১২