আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় আটা বিক্রি শুরু হবে।
উপজেলা পর্যায়ে প্রতিদিন (কর্মদিবসে) এক মেট্রিক টন আটা প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি করা হবে।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভমূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সিটি কর্পোরেশন, শ্রমঘন জেলা-উপজেলা, জেলা সদর ও পৌরসভায় চলমান ওএমএস সাধারণ কর্মসূচির পাশাপাশি নতুন এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ওএমএসের আওতায় আলু বিক্রির চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও গতমাসে (২২ জুলাই) জানিয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কৃষক আলুর দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি কৃষক যাতে আলুর দাম পায়, এজন্য ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেয়া যায় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তী সময় কিন্তু তারা এটি উৎপাদনের দিকে যাবে না। এজন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পায়।
সূত্র: বাসস