গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত কূটনৈতিকদের বিফ্রিং অনুষ্ঠানে গণমাধ্যমকে রাখবে না নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ জানুয়ারি) গুলশানের হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে কর্মরত বিদেশি সকল মিশনের কূটনীতিকদের ব্রিফ করবে সংস্থাটি।
শনিবার (২৪ জাুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, আগামীকাল হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠেয় ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়।
তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে এসে ইসি সচিব গণমাধ্যমকে ব্রিফিং করবেন।