উল্লাপাড়ায় ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের কড়া নজরদারি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর ৯৫টি পূজামণ্ডপে পূজা উদযাপন হবে।  উৎসবমুখর পরিবেশে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পূজা উপলক্ষে সম্প্রতি উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভ্রাম্যমাণ পুলিশ টহল, স্বেচ্ছাসেবক বাহিনী এবং বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবাদানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যান্য বছরের মতো এবারো উল্লাপাড়ায় শান্তিপুর্ণ পূজা উদযাপনের হবে বলে আশা করছেন উপজেলার হিন্দু সম্প্রদায়।

উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার ঘোষ জানান, প্রতিবছরই উল্লাপাড়ায় শান্তিপুর্ণ ভাবে পুজা উদযাপন হয়, এবারও তাই হবে। প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার মিটিং হয়েছে। সেখানে নিরাপত্তাসহ সকল বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রশাসন আমাদের পাশে রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শরাফত আলী বলেন, শান্তিপুর্ণ পুজা উদযাপনে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। টহল পুলিশ থাকবে যারা প্রতিটি মন্ডপ পর্যবেক্ষণ করবে। এছাড়া বিসর্জনের দিন উল্লেখযোগ্য স্থান গুলোতে মোতায়েন করা হবে। আমরা আশা করছি পূজা উপলক্ষে উল্লাপাড়ায় কোন অপ্রতিকর ঘটনা ঘটবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত জানান, উল্লাপাড়ার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ, আনসার এবং ভ্রাম্যমাণ টিমের সমন্বয়ে আমরা পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করব।

এছাড়াও, সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা এবারের পূজায় সরকারি সহায়তার অংশ হিসেবে বিতরণ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবছর অমর একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর

মহানবী (সা.)-কে কটূক্তির জেরে মাজারে হামলা, বাড়িতে আগুন

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

অনেকে অনেক কিছু চাইবে, সব জায়গায় ঐকমত্য হবে না: আমীর খসরু

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর : ইসি সচিব

উল্লাপাড়ায় ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের কড়া নজরদারি

‘৪ আগস্টই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

লিবিয়া থেকে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও

১০

নরসিংদীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

১১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু

১২