আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০ ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০০ মানুষ।

সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান কর্মকর্তারা এ তথ্য জানান। 

ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে সহায়তার আবেদন জানিয়েছে তালেবান সরকার। তালেবান কর্মকর্তারা বলছেন, তাদের সীমিত সরঞ্জাম রয়েছে, তাই তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের অনুরোধ করেছেন।

এনবিসির প্রতিবেদনে বলা হয়, আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে, তাই ‘মানুষের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। 

আমরা একটি বিশাল উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সাহায্য করার জন্য শত শত লোককে একত্রিত করেছি।’

এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল কারণ এটি মাত্র ৫ মাইল গভীরতায় আঘাত হানে, এমনকি মাঝারি মাত্রার ক্ষেত্রেও এটি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। তালেবান সরকার জানিয়েছে, কুনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, হেলিকপ্টারে করে মৃতদেহ পরিবহনের প্রচেষ্টা পরিচালনাকারী একজন তালেবান নেতা বলেছেন, একটি গ্রামে ২১ জন মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে। 

তিনি আরও বলেন, এখনও, প্রদেশের অনেক জেলায় আফটারশক অনুভূত হচ্ছে। কুনার প্রদেশের আরেক কর্মকর্তা বলেছেন যে ‘মৃত্যুর সংখ্যা ভয়াবহ’।

তবে এই পর্যায়ে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দূরবর্তী এবং পৌঁছানো কঠিন হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছে না। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, অন্য অংশে ভূমিধস এবং বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কয়েকটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে দেশটির সরকার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছ কম্পন।

তালেবান সরকারি কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা করার জন্য সাহায্য সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুপ্তরাজনীতি’র অবসান চায় ছাত্রদল

ক্রিকেটে ইতালির উত্থান

জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আইজিপি

জিমেইল ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ: ডাকসু নির্বাচনে বাধা নেই

ইংল্যান্ডকে হেঁসে খেলে হারালো দক্ষিণ আফ্রিকা

ওপারের ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মদিন আজ

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

১০

মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১১

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

১২