পাবনা গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্যের প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

পাবনা গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও কাজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঠিকাদার রাজা মালিথার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন টেন্ডার ছাড়াই স্পেশাল বাংলোতে ১৬ লাখ টাকার নির্মাণ কাজ মেসার্স আঞ্জু ট্রেডার্সকে দিয়েছেন। ইতোমধ্যে সাইটে নিমার্ণ সামগ্রী ফেলা হয়েছে। 

এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৫% কমিশনের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেন। গণপূর্ত অধিদফতরে এখন চলছে নির্বাহী প্রকৌশল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে অন্তদ্বন্দ্ব। তত্ত্বাবধায়ক প্রকৌশলী শতকোটি টাকার মালিক বনে গেছে বলে জানান ভুক্তভোগী ঠিকাদাররা। তিনি গোপনে কমিশন চুক্তিতে আওয়ামীলীগের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে তৎপরতা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদাররা। 

বিক্ষুদ্ধ ঠিকাদাররা মানববন্ধন শেষে গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবী করেন। এ সময় রিপন হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, রাজাসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, বুধবার আমি অফিসে ছিলাম না। আমার অনুপস্থিতির সুযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোন টেন্ডার ও লটারী ছাড়া তার পছন্দের এক ঠিকাদারকে কাজের অনুমতি দিয়েছেন। অথচ ওই অনুমতি দেখার এখতিয়ার তার নেই। তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে কাজ লটারীতে যে পাবে তিনি কাজ করবেন। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসের স্টাফ বললেন, তিনি অসুস্থ। ঢাকাতে অবস্থান করছেন। মুঠোফোনেও যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে: ডিএমপি কমিশনার

সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

নওয়াজের হ্যাটট্রিকের পর ফাইফার, আফগানিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে কাজ করছে বিএনপি: ফখরুল

মেঘনায় ধরা পড়ল দানবাকৃতির কাতলা

বাতাস থেকেই পাওয়া যাবে খাবার পানি

ইন্দোনেশিয়ায় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলাকালে ভবন ধস, নিহত ৩

বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

আগস্ট মাসে মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ, ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

১০

পৃথিবীর কোনও শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

১১

ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত ১৩৫ মৃত্যু

১২