ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা  বিএনপি নেতা রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে আহতের ঘটনায় দক্ষিণ আইচা থানায় অভিযুক্ত আবুল হোসেনসহ ৯জনকে আসামি করে মামলা হয়েছে। 

রেজাউল করিম খন্দকারের ভাই ইউছুফ বাদী হয়ে গত সোমবার রাতে দক্ষিণ আইচা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাষ্টারসহ ৮জনকে হুকুমের ও সহযোগী হিসেবে আসামী করা হয়েছে। 

দক্ষিণ আইচা থানার ওসি মো.এরশাদুল হক ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার বলেন,ভূমিদস্যু রেজাউল করিমের নেশা ও পেশা হচ্ছে চরের অসহায় মানুষের জমিজমা জোরজবর দখল করে আত্মসাৎ করা। সিসিটিভি ফুটেজে হামলাকারী একমাত্র আবুল হোসেন হলেও মামলায় আবুল হোসেনকে ৩নম্বর এবং দক্ষিণ আইচা থানা যুবদল নেতা ইকবাল হাওলাদারকে ১নম্বর এবং আমাকে ২নম্বর আসামী করে বিএনপি’র ৮জন নেতাকর্মীকে ষড়যন্ত্র করে জড়ানোর বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা মূলক। প্রকাশ্যে দিবালকে ঘটে যাওয়া এমন একটি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামী করায় এনিয়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ।

বিএনপি নেতা রেজাউল করিমকে কুপিয়ে আহতের ঘটনার প্রত্যক্ষদর্শী দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ী নুরনবী, মিজানুর রহমান ও সবুজ জানান, একজন লোক রেজাউল করিম খন্দকারকে পিছন থেকে কুপিয়েছে। প্রত্যক্ষদর্শী নুরনবী জানান হামলাকারীর নাম আবুল হোসেন।

দক্ষিণ আইচা থানার ওসি মো.এরশাদুল হক ভূঁইয়া জানান, ৯জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলায় যে কুপিয়েছে তাকে ৩নম্বর এবং বাকীদেরকে হুকুমের ও সহযোগী হিসেবে আসামী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

সরজমিন ঘুরে জানা যায়,দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেড’র সাধারণ সম্পাদক মো.বজলুর রহমান মোবাইল ফোনে বলেন,যৌথ কৃষি খামারের আংশিক জমি নিয়ে ভূমিদস্যু রেজাউল করিম খন্দকার দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছে। রেজাউল ২০০৪/২০০৫ সনে কিছু জমি দোকোর বন্দবস্ত নিয়েছিলেন যা ২০২৪ সনে বাতিল করে আমাদের পক্ষে রায় হয়েছে। আবুল হোসেনসহ চরে অবস্থানরত যৌথ খামারের সদস্যরা ওই জমি চাষাবাদ এবং দেখাশুনা করে আসছে।

আবুল হোসেনের আহত স্ত্রী মনোয়ারা বেগম মোবাইল ফোনে জানান, গত শনিবার রাতে বিএনপি নেতা রেজাউল করিম খন্দকারের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী ধারালো দা ছেনি ও লোহার রড এবং লাঠিসোঁটা নিয়ে  দুইটি স্পিড বোট এবং একটি ট্রলারে অর্ধ শতাধিক লোক ওই চরে যায়। তাদের দেখে আবুল হোসেনসহ জমিতে চাষাবাদ কাজে নিয়োজিত শ্রমিকরা লাঠিয়াল বাহিনীর ভয়ে আতঙ্কিত হয়ে পার্শ্ববর্তী বাগানে পালিয়ে যায়। পরে রেজাউল করিম খন্দকার আবুল হোসেনের ঘরে ঢুকে আমাকে (আবুল হোসেনের স্ত্রীকে) ধর্ষনের চেষ্টায় ধস্তাধস্তি করে তার পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলে। এসময় আমি তাকে বাবা ডেকে ইজ্বত নষ্ট না করার আকুতি জানাই। আমি তাদের কাছে খাওয়ার জন্য পানি চাইলে রেজাউল করিম তার সঙ্গে থাকা লাঠিয়াল বাহিনীকে প্রসাব করে পানি দিতে বলেন। তারা আমার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত অবস্থায় আহত করে ফেলে চলে যায়। পরে শ্রমিকরা এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার ব্যাবস্থা করেন।

জমি চাষাবাদের কাজে নিয়োজিত শ্রমিক শাহাবুদ্দিন,নবী আলম ও অহিদ জানান, রেজাউল করিম খন্দকার দুইটি স্পিড বোট এবং একটি ট্রলারে অর্ধ শতাধিক লাঠিয়াল বাহিনী  নিয়ে এই চরে আসেন। তাদের দেখে আবুল হোসেনসহ আমরা পার্শ্ববর্তী বাগানে পালিয়ে যাই। পরে তারা আবুল হোসেনের স্ত্রীকে মারধর করে,ঘরের আসবাব পত্র ভাংচুর ও মালামাল লুটে নেন আমরা তাকে অচেতন অবস্থায় পেয়ে চিকিৎসার ব্যবস্থা করি। 

স্পিড বোট ড্রাইভার শাহীন বলেন, বিএনপি নেতা রেজাউল করিমের নেতৃত্বে আমাদের দুইটি স্পিড বোটে ২০জন লোক ওই চরে গিয়েছেন। সেখানে তারা কি করেছেন তা আমরা দেখিনি আমরা বোটের কাছে ছিলাম।স্থানীয় এলাকাবাসীর ধারণা স্ত্রীর উপর এমন নির্যাতনের ঘটনা সহ্য করতে না পেরে ক্ষোভে আবুল হোসেন রেজাউল করিম খন্দকারের উপর এ হামলা চালাতে পারেন। 

উল্লেখ্য গত ১৭ আগস্ট বিএনপি নেতা রেজাউল করিমের নেতৃত্বে চর দখল করতে গিয়ে রাতে কৃষক আবুল হোসেনের বসতঘর ভাংচুর লুটপাট ও তার স্ত্রী মনোয়ারা বেগমের উপর হামলা হয়। এর পরে দক্ষিণ আইচা বাজারে রেজাউল করিমের উপর  হামলার ঘটনা ঘটে। এই অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম জানান,আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় ষড়যন্ত্র করা হয়েছে। আমি কোনো দখল বা হামলার সঙ্গে জড়িত নই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ : সেনাপ্রধান

ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

আইসিইউতে পরীমণির মেয়ে

ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে আমরা বিদায় নেবো: আসিফ নজরুল

চুয়াডাঙ্গায় পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লু পদ্ধতি

চীনের নতুন বার্তা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে

ঘুম থেকে উঠেই যে কাজগুলো করা ক্ষতিকর

বছরে সাড়ে ১১ হাজার শ্রমিকের কোটা পূরণে ব্যর্থ বাংলাদেশ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

এখনও উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র, কারণ জানাল র‌্যাব

১০

নিখোঁজ মৃণাল কান্তি রায়ের খোঁজ চায় পরিবার

১১

নায়িকাদের জীবনের গল্প পর্দায় আনছেন রুনা খান

১২