আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

এই আবুধাবি থেকেই আফগানিস্তানকে হারিয়ে দুবাইয়ে সুপার ফোর খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই চেনা স্টেডিয়ামে, চেনা প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষেই আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে টাইগাররা। 

তবে মাঝের তিন সপ্তাহে অনেক কিছুই বদলে গেছে। এই সময়েই টানা চারটি টি২০ ম্যাচে রশিদ খানদের হারিয়েছে জাকের আলীর দল। বাংলাদেশ নতুন করে পেয়েছে অলরাউন্ডার সাইফ হাসানকে। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাইফ এখন টি২০ দলের সবচেয়ে বড় আস্থার নাম। 

আজ এই ফরম্যাটেও তার ওডিআই অভিষেক হতে যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে, এই ফরম্যাটেও তিনি টি২০-এর পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবেন।

প্রায় এক মাস ধরে এই কন্ডিশনে থাকায় সাইফদের জন্য পিচের সঙ্গে মানিয়ে নেয়ার বাড়তি কোনো চাপ নেই। যদিও ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও তানভীর ইসলামদের জন্য মানিয়ে নেয়ার ব্যাপারটি কিছুটা থাকছেই।

দীর্ঘ প্রায় তিন মাস পর ওয়ানডে খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজরা। তবে আফগানদের অবস্থা বাংলাদেশের চেয়েও করুণ কেননা তারা চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার ওডিআই খেলেছিল। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবকটিই হবে আবুধাবিতে।

অন্যদিকে, লিটন দাস না থাকায় মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসান সোহানদের নিয়ে কম্বিনেশন সাজানো হবে। 

কিপার হিসেবে সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে একাদশে টি২০ অধিনায়ক জাকের আলী অনিকের জায়গায় সোহানকে দেখা যেতে পারে।

তবে আজকের ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই সাইফ হাসান। তানজিদ তামিমের সঙ্গে তাকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে। ১৪৫টি লিস্ট-এ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ওডিআই মঞ্চে নামতে যাচ্ছেন তিনি। 

টি২০ সিরিজের মতো ওয়ানডেতেও আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। দ্বিপক্ষীয় সিরিজে এখন পর্যন্ত দুই দলের পাল্লা ২-২-এ সমতায় আছে। তবে সব মিলিয়ে ওডিআইতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে  বাংলাদেশ জিতেছে ১১ বার এবং আফগানরা আটবার।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণের দাবি ৫০ নাগরিকের

পাবনায় হোটেল রয়েল প্যালেস থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গুমের দুই মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরেক দফায় বাড়তে পারে সোনার দাম!

এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয় : তামিম

সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

তীব্র যানজটে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে গ্রেফতার দুই

১০

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শাহিদুল আলম

১১

জৈবিক পদ্ধতিতে পোকা দমন, প্রাকৃতিকভাবে ফসল রক্ষায় কৃষকের নতুন দিগন্ত

১২