হাভিয়ের কাবরেরা দায়িত্ব নেওয়ার পর কোনো ম্যাচের আগে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে ধারণা করাটা খুব একটা সহজ কাজ নয় । বেশির ভাগ সময় রুদ্ধদ্বার অনুশীলন করেছেন তিনি। সংবাদকর্মীদের থাকতে দেননি ১৫ মিনিটের বেশি। এশিয়ান কাপে বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে আজ হংকংয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে কেমন ছক কষবেন তিনি, তা নিয়ে রয়েছে জল্পনাকল্পনা।
আগের দিন রাতে ঢাকা এসেছেন বাংলাদেশ দলের কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। কাল প্রথম দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে ভালো করার আশা করছেন শমিত। হামজাও হংকংয়ের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। দলের আরও চার প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ, তারিক কাজী, জামাল ভূঁইয়ারাও জয়ের কথা বলছেন। এই ম্যাচে আরেক প্রতিপক্ষ ইনজুরি। ইনজুরিতে ছিটকে গেছেন দলের দুই ফরোয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম। হালকা ইনজুরি নিয়ে অনুশীলন চালিয়ে গেছেন মোহাম্মদ আল আমিন।
হোল্ডিং মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরীর সঙ্গে জুটি বাঁধার কথা মোহাম্মদ হৃদয়ের। জামাল ভূঁইয়াকে হৃদয়ের জায়গায় খেলানো সমর্থকদের চাওয়া সেই কবে থেকে। ভুটানের বিপক্ষে ম্যাচে জমেও উঠেছিল সেই রসায়ন। তবু ভারতের মতো সিঙ্গাপুরের বিপক্ষে খেলাননি কাবরেরা। গতকালও সংবাদ সম্মেলনে জামালকে পাশে বসিয়ে কোচ বললেন, ‘জামাল খেলুক বা না খেলুক, সে অধিনায়ক। এটা শতভাগ নিশ্চিত।’
বলিভিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ক্যামেরুন, জাপানি বংশোদ্ভূত ফুটবলারদেরও রেখেছে হংকং। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ফের্নান্দো অগুস্তো। ২০২২ সাল থেকে হংকংয়ের হয়ে খেলছেন তিনি। ২৩ ম্যাচে একটি গোল করেছেন এই লেফটব্যাক। বাংলাদেশের জন্য আতঙ্ক হতে পারেন এভেরতন কামারগো। ২০২৩ সালে অভিষেক হওয়ার পর ১৯ ম্যাচে ১০ গোল করেছেন এই উইঙ্গার।
বাংলাদেশের হয়ে সাফল্য বলতে তেমন কিছু নেই কাবরেরার। আজ তাঁর কাছে বড় পরীক্ষার পাশাপাশি বড় বার্তা রাখার চ্যালেঞ্জও, ‘(জিতলে) শুধু আমার না, পুরো দলের পক্ষ থেকে একটা বড় বার্তা হবে। আমাদের মান আছে, মানসিকতা আছে, বিশ্বাস আছে। সিঙ্গাপুরের মতো ঘটনার (হারের) পরেও যদি জিতি, সেটা আমাদের মানসিকভাবে অনেক সহায়তা করবে।’