৩০১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে ব্যাটিংয়ের দিনে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০১ রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ। 

এটি দেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস লিড। এর আগে ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯৭ রানের লিড ছিল বাংলাদেশের সর্বোচ্চ।

ব্যাটারদের দাপটে ভরপুর এই ইনিংসে নতুন ইতিহাসও রচনা হয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টপ অর্ডারের চার ব্যাটসম্যানই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। দ্বিশতকের সম্ভাবনা জাগিয়েও তৃতীয় দিন মাত্র ২ রান যোগ করেই ফেরেন সাজঘরে। একইভাবে আগেরদিনের ৮০ রান নিয়ে মাঠে নামা মুমিনুল হক ২ রান যোগ করে ৮২ করেই আউট হন। ৩৪৬ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিক করেছেন মাত্র ২৩ রান। ওয়ানডে মেজাজে খেলে ৬৬ বলে ৬০ রান করা লিটনও আউট হন বড় শট খেলে। দারুণ ক্যাচ নেন টেক্টর। মুমিনুল, মুশফিক ও লিটন সবাইকে সাজঘরের পথ দেখান ফাইফার পূর্ণ করা হাম্প্রেস।

৫২৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক। তবে ১০০ রান করেই থামেন ম্যাকব্রাইনের বলে। দলীয় ৫৪৫ রানে শান্তর বিদায়ের পর ৫৬১ রানে ১৭ করে আউট হন মিরাজও হাম্প্রেসকে ক্যাচ দিয়ে তার বলেই। চা-বিরতিতে যায় স্বাগতিকরা ২৮৯ রান লিড নিয়ে। দলের বোর্ডে তখন রান ৭ উইকেটে ৫৭৫।

ইনিংসের শেষভাগে হাসান মাহমুদ (১৩*) ও নাহিদ রানা (৪*) অপরাজিত থাকেন।

শান্ত ইনিংস ঘোষণা করেন যখন বাংলাদেশের লিড ছুঁয়ে ফেলেছে ৩০১ রান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১০

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

১১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

১২