বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।
আজ শনিবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়নে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘সবার আগে দেশ, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ। এই তিন স্বার্ধ রক্ষায় যা করতে হয়, তাই করবে বিএনপি। বিএনপির সমমনা দলগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাদের সাথে নিয়ে দেশকে গঠন করতে হবে। দেশ থেকে স্বৈরাচার বিতারিত হয়েছে। সামনে দেশ পুনর্গঠনের কাজ। জনগণতে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। এভাবে সভা সমাবেশ করলে হবে না, দুই-তিনজনের দল করে জনগণের দুয়ারে যেতে হবে। তাদের কাছে আমাদের ৩১ দফা তুলে ধরতে হবে। বিএনপি কীভাবে দেশের জনগণের পাশে দাঁড়াবে, কীভাবে শিক্ষার বিকাশ ঘটানো হবে—তা জনগণতে জানাতে হবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে বলা যায় না দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এই গুপ্ত স্বৈরাচারের হাত থেকে দেশের মানুষ ও দেশকে রক্ষা করতে হবে আমাদের।’
তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পরও স্বৈরাচার এ দেশের কাঁধে চেপে বসেছিল। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তা দূর করেছেন। এরপর যতবারই স্বৈরাচারের আগমন ঘটেছে, ততবারই জনগণ তাদের বিতারিত করেছে। দীর্ঘ ১৬ বছর টানা স্বৈরাচার-ফ্যাসিস্টরা জনগণের কাঁধে চেপে বসার পর জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিতারিত করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে যেভাবে স্বৈরাচার-ফ্যাসিস্ট জনগণের কাঁধে চেপে বসেছিল, তাহলে বলা যায় না, সেভাবে আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে। আসুন ঐক্যবব্ধ হই, গুপ্ত স্বৈরাচারদের রুখে দাঁড়াতে সমমনা দল ও জনগণতে সাথে নিয়ে কাজ করি।’
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামম, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকাারিয়া তাহের সুমন। সঞ্চালনা করেন সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।