রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে স্মার্টফোনে ফোন ব্যবহার করে উত্তর খোঁজার সময়ে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাবির রবীন্দ্র ভবনের ১৪৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক অবস্থায় রয়েছেন।
অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম মো. শামস আজমাইন। তার বাবার নাম মো. রাশিদুল ইসলাম। তিনি নওগাঁ সদরের মুক্তির মোড় এলাকার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, আজ বিকেল ৩টায় রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হলের পরিদর্শক। তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ৩টা ১৩ এবং ৩টা ২৩ মিনিটে দুটি আলাদা ছবি তোলেন।
ছবি দুটি রবিউল ইসলাম নামের একটি ফেসবুক আইডির মেসেঞ্জারে পাঠান। তার অস্বাভাবিক গতিবিধি পর্যবেক্ষণ করে কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক তার কাছে মোবাইল ফোন পান। পরে প্রক্টর দপ্তর তাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর প্রক্টরের কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক আব্দুস সালাম বলেন, ‘দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন রবীন্দ্র ভবনে একটি কেন্দ্রের পরিদর্শকরা এক পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধি ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞ এক সদস্য প্রাথমিক তদন্তে তার প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পায়। ছবিটি রবিউল ইসলাম নামের একটি মেসেঞ্জারে তিনি পাঠিয়েছিলেন।’
এ বছরের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ১১টায় ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়।
প্রথম শিফটের পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে ডিপসিক এআই ব্যবহারের অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।