আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। 

ব্যাপক অনিয়ম ও সীমাহীন দুর্নীতির অভিযোগে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দুদকে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। এলাকাবাসীর পক্ষে দুদকে এ অভিযোগপত্র জমা দেন মো. উজ্জল হোসেন নামে এক ব্যক্তি। 

অভিযোগপত্রে বলা হয়েছে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের ব্যাপক অনিয়ম ও সীমাহীন দুর্নীতির কারণে পরিষদের সদস্যসহ ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। নানা প্রকল্পে চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠালেও তা দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি। ফলে ভুক্তভোগীরা হতাশ।

সোহরাব হোসেন বুলবুল নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তার আমলে টিআর, কাবিখা, জিআর, কাবিটা, ভিজিডি, এডিবি, এলজিএসপি, ননওয়েজ, লজিক, ইজিপিপি, পরিষদের রাজস্ব, ইউপি ট্যাক্স, জন্ম- মৃত্যু নিবন্ধন ফি, হাটবাজারের রাজস্ব নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করে থাকেন। তিনি ইউনিয়ন পরিষদের কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছামতো খরচ করেন। তিনি আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদকে অর্থ লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।

অভিযোগে বলা হয়, তার বিরুদ্ধে মসজিদ, মক্তব, মাদ্রাসা, ইদগাহ মাঠসহ বিভিন্ন ধর্মীয় সরকারি অনুদানের টাকা ও বিভিন্ন গ্রামে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। অপর দিকে ভিজিডি তালিকা প্রণয়নে ঘুষ গ্রহণসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

আরও বলা হয়, সোহবাব হোসেন বুলবুল অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলছে। সোহরাব হোসেন বুলবুল অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হিসেবে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সকলকে বর্তমান সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় করতে আলফাডাঙ্গায় একাধিক সভা করেছেন। প্রকাশ্যে অন্তর্বর্তী সরকার বিরোধী সভা করায় আলফাডাঙ্গা তার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় তার ফেসবুক পেজে 'সারা বাংলায় খবর দে, এক দফার কবর দে। এ লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকেরা-জয় বাংলা" এই মর্মে উসকানিমূলক মন্তব্য করেছিল এবং এই ছাত্র আন্দোলনকে বাঁধা দেওয়ার জন্য সে নিজেই সকলভাবে চেষ্টা চালিয়েছিল।

উল্লেখ্য যে, সোহরাব হোসেন বুলবুল ইউপি নির্বাচন- ২০২২ এ সাধারণ জনগণকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদান করে রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে এলাকার সাধারণ জনগণকে বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতন করে চলছে। শেখ হাসিনা সরকারের নৌকা প্রতীক নিয়ে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য এলাকার কোন লোক প্রতিবাদ করিতে সাহস পায়নি। তিনি তার লোকজন নিয়ে ৩নং আলফাডাঙ্গা ইউনিয়নে কয়েকটি বাড়িতে হামলা করেছেন। তার ভয়ে এলাকার গরীব মানুষ বর্তমানে খুবই অসহায় জীবন যাপন করছে। সেইসঙ্গে সোহরাব হোসেন বুলবুল ক্ষমতার দাপটে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে চলছেন। এলাকার সাধারণ মানুষদের মামলা দিয়ে হয়রানি করে সালিশ বাণিজ্য করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। কোনো সামাজিক লোক মান সম্মানের ভয়ে সোহরাব হোসেন বুলবুল এর সাথে কথা বলতে চায় না। 

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

(বিনিউজ২৪/১৬জানুয়ারি/এমআই)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের এক হাজার সেনার মৃতদেহ ফেরত পেল ইউক্রেন

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

হল না পাওয়া সেই সিনেমাই জিতে নিল জাতীয় পুরস্কার

বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক

পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

দাঁড়িপাল্লা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা: জামায়াত আমির

ফেনীতে জামায়াত আমিরের জনসভায় জনতার ঢল

১০

নির্বাচনি প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

১১

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

১২