নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নরী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বড়বাড়ি পুকুর পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের খন্ডিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াসিন একজন মাদকসেবী ছিল। পারিবারিক কলহের জেরে ইয়াসিন তার স্ত্রী স্বপ্না, তার শালিকা লামিয়া ও ছেলে আব্দুল্লাহকে হত্যাকরে মাটি চাপা দিয়ে রাখে।
পুলিশের ধারণ, গত দুই তিনদিন আগে এ ইয়াসিন তার পরিবারের তিনজনকে হত্যা করে খন্ডিত করে বস্তায় ভরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়।