গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় কোল্ড স্টোরেজে মজুত করে রাখা ৮৪৬ বস্তা কাঁচা মরিচ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজেন্দ্রপুর এলাকার বি কে বাড়ি গ্রীন এগ্রো প্রোডাক্ট নামে ওই কোল্ড স্টোরেজে মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।
অধিদপ্তরের গাজীপুরের কর্মকর্তা প্রদীপ্ত কুমার সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মরিচের মালিক পাওয়া না যাওয়ায় বুধবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।'
সূত্র জানিয়েছে, আজমীর ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এলসি (ঋণপত্র) খুলে ভারত থেকে কাঁচা মরিচগুলো আমদানি করেছে।