আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান হয়ে যেতে পারে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।.

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু ল’ অ্যান্ড অর্ডার ইস্যু চলে আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতে যুক্ত হতে হয়েছে।

তিনি বলেন, " আমাদের ছাত্র ভাইদেরকেও আমরা অনুরোধ করবো, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যাতে সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে।"  

এ সময় তিনি জনগণের ভোগান্তি কমাতে রাস্তা ব্লক না করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি। ছাত্রদের প্রতিও অনুরোধ প্রতিটি বিষয় ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে যেতে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা দেশের জন্য ভাবে এবং দেশের জন্য কাজ করে। তারা পজিটিভ কাজই করে, নেগেটিভ কাজ করে না। কোনো কোনো ক্ষেত্রে এক-দুটি ভুল হতে পারে। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি: পুলিশ

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

অভিনেতা বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের রোমান্টিক ভৌতিক সিনেমা ’দ্য রাজা সাব’

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস'

ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটি সহ নারী আটক

‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র কাজে ব্যয় হবে ১১১ কোটি টাকার বেশি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১০

বিরামহীন বর্ষায় শ্রমজীবি অসহায় মানুষের জন্য ইউএনও'র উদ্যোগ

১১

বেইজিংয়ে শি জিনপিং ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১২