টাঙ্গাইলে চাপের মুখে শোরুম উদ্বোধন স্থগিত পরীমণির

টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধন সামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে পরীমনির শোরুম উদ্বোধনের কথা ছিল।

স্থানীয়রা জানায়, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমনিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন।

পরীমনিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয়, সে ব্যাপারে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরীমনির উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ব্যাপারে পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসল্লি।

এ ছাড়া বিভিন্ন মসজিদে পরীমনির শোরুম উদ্বোধন ঠেকাতে আলোচনা হয়। 

এতে শোরুম উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল, এলেঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়।

পরিমণির শেষ পর্যন্ত সেখানে যাওয়া বাতিল হয়। বিরূপ পরিস্থিতির কারণে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে শুরু থেকেই নীরব ছিলেন পরীমণি। অবশেষে নীরবতা ভাঙলেন নায়িকা।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে ফেসবুকে  এক স্ট্যাটাসে বিভিন্ন প্রশ্ন করেছেন এই নায়িকা। 

পরীমণি ফেসবুকে লেখেন, এতো চুপ করে থাকা যায় নাকি!!!

পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!?

Insecure feel হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! 

মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!? 

কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে ! 

তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব‍্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা ???

এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। 😊

কয়েকদিন ধরে টাঙ্গাইলে শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন পরীমনি। জানিয়েছিলেন, তিনি এদিন নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন।

 

বিনিউজ/এমআর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি: পুলিশ

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

অভিনেতা বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের রোমান্টিক ভৌতিক সিনেমা ’দ্য রাজা সাব’

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস'

ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটি সহ নারী আটক

‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র কাজে ব্যয় হবে ১১১ কোটি টাকার বেশি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১০

বিরামহীন বর্ষায় শ্রমজীবি অসহায় মানুষের জন্য ইউএনও'র উদ্যোগ

১১

বেইজিংয়ে শি জিনপিং ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১২