অস্কারজয়ী পরিচালক রবার্ট বেন্টন মারা গেছেন

ছবি সংগৃহিত।

বলিউডের স্বর্ণযুগের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা রবার্ট বেন্টন আর নেই। রোববার নিউইয়র্ক শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এই অস্কারজয়ী পরিচালক ও চিত্রনাট্যকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর এপি

চলচ্চিত্রের ইতিহাসে ‘বনি অ্যান্ড ক্লাইড’ এবং ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’-এর মতো বিপ্লবী ও সংবেদনশীল ছবির নির্মাতা হিসেবে খ্যাত বেন্টনের প্রস্থান বিশ্ব চলচ্চিত্রে এক গভীর শূন্যতা তৈরি করেছে। বিশ্ব চলচ্চিত্রে রবার্ট বেন্টনের নাম চিরকাল স্মরণীয় থাকবে।

১৯৬০-এর দশকে ‘Esquire’ ম্যাগাজিনের আর্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করা বেন্টন প্রথমে লেখক হিসেবে পরিচিত হন। ফরাসি নিউ ওয়েভ সিনেমা ও আমেরিকার গ্যাংস্টার ইতিহাসের প্রেমে পড়ে তিনি ডেভিড নিউম্যানের সঙ্গে মিলে রচনা করেন ‘বনি অ্যান্ড ক্লাইড’-এর কাহিনি।

এই ছবির মাধ্যমে ১৯৬৭ সালে হলিউডে নতুন ধারার সূচনা ঘটে। বেন্টন ও নিউম্যানের চিত্রনাট্যে এক সময়ের নিষিদ্ধ গল্পগুলো উঠে আসে সাহসীভাবে। যদিও প্রাথমিকভাবে সমালোচনার মুখে পড়ে, ছবিটি পরে কালজয়ী ক্লাসিকে পরিণত হয়।

১৯৭৯ সালে বেন্টনের লেখা ও পরিচালিত ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ তাকে এনে দেয় সেরা চিত্রনাট্য, সেরা পরিচালনা ও সেরা চলচ্চিত্রের অস্কার। পরবর্তী সময়ে ‘প্লেসেস ইন দ্য হার্ট’-এর জন্যও তিনি চিত্রনাট্য বিভাগে পুরস্কার জেতেন।

ডাস্টিন হফম্যান, মেরিল স্ট্রিপ ও স্যালি ফিল্ডের মতো কিংবদন্তি অভিনেতারা বেন্টনের পরিচালনায় সেরা পারফরম্যান্স দেন।

টেক্সাসের ওয়াক্সাহাচিতে জন্ম নেয়া বেন্টনের শৈশব ছিল সিনেমা ও গল্পের ভাণ্ডার। সিনেমার প্রতি তার ভালোবাসা গড়ে ওঠে বাবার হাত ধরে। সেই ভালোবাসা তাকে নিয়ে যায় নিউইয়র্ক, তারপর হলিউডের মঞ্চে।

‘অস্কার মানে পরিবার,’ এক সাক্ষাৎকারে বলেছিলেন বেন্টন। ‘আর পরিবারই আমি সারাটা জীবন খুঁজেছি।’

‘নোব্যাডি’স ফুল’-এ পল নিউম্যানের অস্কার-মনোনীত পারফরম্যান্স ছিল বেন্টনের শেষ বড় সাফল্য। পরবর্তী বছরগুলোতে তিনি নিরবেই ছিলেন, কিন্তু রেখে গেছেন সাহসী গল্প বলার এক অনন্য নজির।

তিনি স্ত্রী সালি রেনডিংস এবং পুত্র জন বেন্টনকে রেখে গেছেন। বিশ্ব চলচ্চিত্রে রবার্ট বেন্টনের নাম চিরকাল স্মরণীয় থাকবে- এক মানুষ, যিনি সিনেমা বানাতেন হৃদয়ের গহীন থেকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ নিবন্ধনের সময় বাড়ল

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন শিক্ষকরা, বুধবার শাহবাগ অবরোধ

মাহির রহস্যময় পোস্ট!

পাবিপ্রবি’র রোভার স্কাউটের তাঁবু হস্তান্তর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

আগুনের ৩০০ গজের মধ্যে না থাকার নির্দেশ: ফায়ার সার্ভিস

১০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩

১১

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে নিহত ৯

১২