’হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ এই চেতনাকে ধারণ করে শেষ হলো সাংস্কৃতিক সংগঠন নন্দনের ৮১ তম আয়োজন। শনিবার ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
নন্দনের পরিচালক ফেরদৌসী কাকলীর হাত ধরে ২৩ বছর পার করল সংগঠনটি। অনুষ্ঠানের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফেরদৌসী কাকলী।
রবীন্দ্র ও নজরুল সংগীতে মুখর হয়ে উঠে ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন। রবীন্দ্র সঙ্গীতে ছিলেন ফাহিম হোসেন চৌধুরী এবং জয়ীতা তিথি। নজরুল সঙ্গীতে ছিলেন ইয়াসমিন মুশতারী এবং আফসানা রুমকি।
আবৃত্তি পাঠ করে অনুষ্ঠানের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলেন জয়ন্ত রায় এবং হাসিনা আহমেদ সোমা। তবলায় ছিলেন গৌতম সরকার এবং কী বোর্ডে ছিলেন নূরে আলম সজীব