১১০ কিমি গতিতে আঘাত হানবে ‘মন্থা’

ছবি: সংগৃহীত।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’।এটি থাইল্যান্ডের দেওয়া নাম।স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় দেওয়া বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

তবে এটি সরাসরি বাংলাদেশে নয়, ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের জন্য আপাতত বড় কোনো ঝুঁকি নেই, তবে প্রভাব পড়বে বৃষ্টিপাতে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৭০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অন্যদিকে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আছড়ে পড়ার সময় এর গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলোতে এর প্রভাব বেশি থাকবে। ভারি বৃষ্টি হবে ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। 

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এলাকায় থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, ‘মন্থা’ বাংলাদেশের ওপর সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে বাতাসে আর্দ্রতা বাড়বে, তাপমাত্রা কিছুটা কমবে এবং শেষ দিকে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফলে নভেম্বরের শুরুটা হতে পারে ভেজা ও শীতল আবহাওয়ার সূচনা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০

ভালো পরিবেশ আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো: সিইসি

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২

শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

১০

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

১২