রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। চকবাজারের কামালবাগ এলাকায় সকাল থেকে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ এই অভিযান চলে। অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মাসুদ হাসান পাটোয়ারী উপস্থিত রয়েছেন।
কারখানার মালিক-শ্রমিকপক্ষ বলছেন, আয় রোজগারের বিকল্প ব্যবস্থা না করে এই অভিযানের ফলে তারা বিপদে পড়বেন। এসময় তারা অভিযানে বিপক্ষে অবস্থান নেন৷ অভিযানে ১ টি পলিথিন কারখানা সিলগালা করে যৌথ বাহিনী।
গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান পরিচারনা করা হয়েছে। এসময় ১৪২টি দোকান বা প্রতিষ্ঠানকে জরিমানা করে ৬ লাখ ১৩ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। এ ছাড়া অবৈধ পলিথিন উৎপাদনকারী একটি কারখানা সিলগালা করা হয়েছে।