জবি ক্যারিয়ার ক্লাবের দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ শুরু হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭২১নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। 

সেমিনারে অতিথি হিসেবে আরও ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিন।

প্রথম দিনের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মোট তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে বক্তারা আলোচনা করেন।

সেমিনারে 'বৈশ্বক পেশাগত সুযোগ' বিষয়ক সেশনে বক্তব্য রাখেন আইডিপি বাংলাদেশ লিমিটেড এর বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন; 'ক্রেকিং কর্পোরেট কোড' বিষয়ক দ্বিতীয় সেশনের বক্তা হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন; তৃতীয় সেশনে 'সিভি মেকিং' বিষয়ে আলোচনা করে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহি মো. জামিল রওশন। 

প্রসঙ্গত, এই মেলার মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা চল্লিশের অধিক শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় দুই শতাধিক চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন। মেলাটি দুই দিন (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ: ডাকসু নির্বাচনে বাধা নেই

ইংল্যান্ডকে হেঁসে খেলে হারালো দক্ষিণ আফ্রিকা

ওপারের ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মদিন আজ

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে ৪০০ বাংলাদেশি আটক

রাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো প্রথম বর্ষের শিক্ষার্থীরা

আমি স্ট্যাটাস দিলেই গালি শুনি:অভিনেতা জয়

১০

জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

১১

জাতীয় পার্টি হাসিনার ফ্যাসিবাদী সহযোগিঃ রিজভী

১২