শাকিব খানের প্রশংসায় ভাসলেন যীশু সেনগুপ্ত

ছবি সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এখন বলিউডেও সমানতালে জনপ্রিয়। বর্তমান সময়ের শীর্ষ অভিনেতাদের মধ্যে তিনি একজন। বাংলা ও হিন্দি দু ভাষাতেই সমানভাবে অভিনয় করে যাচ্ছেন যিশু।

কলকাতার সিনেমাগুলোর অভিনেতাদের মধ্যে বর্তমান সময়ের শীর্ষ তারকার একজন যিশু সেনগুপ্ত। শুধু বাংলায় নয় হিন্দি ভাষাতেও সমানভাবে দক্ষ যিশু,দুই ভাষাতেই্ অভিনয় করে চলেছেন তিনি। এমনকি টলিউড, বলিউডের বাইরে এই অভিনেতা পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী সিনেমাগুলোতেও।

সম্প্রতি যিশু জুটি বাঁধলেন বাংলার মেগাস্টার শাকিব খানের সঙ্গে। শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। পর্দায় এই দুই সুপারস্টারের লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

ইতোমধ্যে টিজার প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, একপর্যায়ে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। বোঝাই যাচ্ছে, বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এ অভিনেতা, যার লড়াইটা হবে ভয়ঙ্কর শাকিবের সঙ্গে। টিজার শেষ হয় শাকিব খানের ভিন্ন এক লুক দিয়ে, যেখানে তাকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। মুখভর্তি দাঁড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন। 

এদিকে প্রথম থেকেই নির্মাতা হৃদয় বলছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারে বেশির অধিকাংশ সময় জুড়েই ছিল নৃশংসতা। শাকিব খান অভিনীত চরিত্রটি ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। হত্যাকান্ডে ব্যবহার করা অস্ত্রের রক্ত ছিটকে এসে লাগছে তার মুখে। ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল, ‘এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী?’

এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতু রে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’

প্রসঙ্গত,বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন বোর্ডে পাশের হার কত?

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

৪ জেলায় নতুন ডিসি

উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

চাকসু নির্বাচনের ফলাফল রাতেই জানা যাবে

কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

তিন গোয়েন্দা’র কারিগর রকিব হাসানের চিরবিদায়

জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন পাবিপ্রবি’র প্রতিনিধি দল

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক, উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা

১০

দাবি মানা না হলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনার’ ঘোষণা শিক্ষকদের

১১

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

১২