নিজে নাকি হুজুরকে দিয়ে কুরবানি দেয়া উত্তম?

ছবি সংগৃহিত।

প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন যেকোনো মুসলিম ‘নিসাব’ পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অর্থাৎ, কেউ সাড়ে ৭ ভরি স্বর্ণ বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা কিংবা সম্পদের মালিক হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার কুরবানি করা আবশ্যক।

হাদিসে এসেছে- মাহনাফ ইবন সুলায়মান (রা.) থেকে বর্ণিত, আমরা রাসুলুল্লাহ (সা.) এর সঙ্গে আরাফায় অবস্থান করছিলাম। তখন তিনি বলেন, হে লোক সকল! আমাদের প্রত্যেক গৃহবাসীর ওপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। (আবু দাউদ, হাদিস: ২৭৭৯)

শরিয়তের বিধান হলো ঈদের নামাজের পর পশু কুরবানি করা। ঈদের নামাজের আগে কুরবানি করলে তা সঠিকভাবে আদায় হবে না। মুতাররাফ বারা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সালাতের পর জবেহ (কুরবানি) করলো তার কুরবানি পূর্ণ হলো এবং সে মুসলিমদের নীতি পালন করলো। (সহিহ বুখারি, হাদিস: ৫১৪৭)

বারা (রা.) থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে, আমি রাসুলুল্লাহ (সা.) কে খুতবা দেয়ার সময় বলতে শুনেছি, আমাদের আজকের এই দিনে (ঈদের দিনে) সর্বপ্রথম আমরা যে কাজটি করবো তা হলো সালাত (নামাজ) আদায়। এরপর আমরা ফিরে গিয়ে কুরবানি করবো। যে ব্যক্তি এভাবে করবে সে আমাদের সুন্নাতকে অনুসরণ করবে। আর যে ব্যক্তি পূর্বেই জবেহ (কুরবানি) করে তা তার পরিবার পরিজনের জন্য অগ্রিম মাংস (হিসেবে গণ্য), তা কিছুতেই কুরবানি বলে গণ্য নয়। 

আবূ বুরদা (রা.) বললেন, ইয়া রাসুলাল্লাহ! (সা.) আমি সালাত আদায়ের পূর্বেই জবেহ করে ফেলেছি এবং আমার কাছে একটি বকরির বাচ্চা আছে। যেটি পূর্ণ এক বছরের বকরির চাইতে উত্তম। রাসুল (সা.) বললেন, তুমি সেটিকে কুরবানি করো। তোমার পরে এ নিয়ম আর কারও জন্য প্রযোজ্য হবে না। (সহিহ বুখারি, ৫১৬২)

তবে কুরবানি দেয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষকেই হুজুরকে দিয়ে পশু জবাই করাতে দেখা যায়। আবার অনেকে মনে করেন কুরবানির পশু জবাই করার জন্য বিশেষ দোয়া পড়তে হয়। তবে নিজেই কুরবানির পশু জবেহ করা উত্তম। 

এছাড়াও আনাস (রা.) থেকে আরেকটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) দুই শিং ওয়ালা সাদা-কালো বর্ণের দুটি দুম্বা কুরবানি করেন। আমি তাকে দুম্বা দুটি নিজ হাতে জবেহ করতে দেখেছি। আরও দেখেছি, তিনি সে দু’টির কাঁধের পাশে তার পা দিয়ে চেপে রাখেন এবং ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহ আকবর’ বলেন। (সহিহ মুসলিম, হাদিস: ৪৯২৮)

কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। এটি সুন্নাহ্। তবে হুজুরকে দিয়ে পশু জবাই করালেও কুরবানি আদায় হয়ে যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাবির ক্লাস পরীক্ষা বন্ধ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে রৌমারীতে সংবাদ সম্মেলন

ভোলায় ১০০কোটি ডলারের চিনা বিনিয়োগে অর্থনীতিতে নতুন দিগন্ত

চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: দ্রুত বিচার সম্পন্নের আহ্বান

জরুরি বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেলেন হানিয়া আমির

রায়গঞ্জে ওয়ার্ড নির্বাচন পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ শুরু করছে গুগল

ভিপি নুরের সবশেষ পরিস্থিতি নিয়ে যা বললেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

১০

টুকরো কাপড় থেকে দামি শাড়ি তৈরি করেন তিনি

১১

গা*জা হা*মলায় মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহবান

১২