ভারী তুষারপাত ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য। দেশটির বিভিন্ন অঞ্চলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরফজমা রাস্তা ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বহু এলাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু সংবাদ সংস্থা।
সংস্থাটি জানায়, বুধবার রাত থেকে তাপমাত্রা দ্রুত নেমে যায়। এরপর আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করে। তারা জানায়, কয়েক ঘণ্টার মধ্যেই আবারও ‘থান্ডারস্নো’ আঘাত হানতে পারে।
বিবিসির প্রতিবেদন বলছে, শুধু উত্তর-পূর্ব স্কটল্যান্ডেই ১০০টির বেশি স্কুল বন্ধ রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বন্ধ করে দেয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় প্রশাসন জানায়, তুষারে ঢাকা সড়ক ও বরফজমা পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক স্কুলে হিটিং সিস্টেম চালু রাখা সম্ভব হয়নি।
ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতভর ব্যাপক তুষারপাতের পরও শত শত বাড়িতে এখনো বিদ্যুৎ সংযোগ ফিরে আসেনি। উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে নর্থ ইয়র্কশায়ারে অ্যাম্বার সতর্কতা জারি রয়েছে, যেখানে যাতায়াত বিঘ্ন, দুর্ঘটনা ও বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও অ্যাম্বার স্বাস্থ্য সতর্কতা দিয়েছে কয়েকটি অঞ্চলে। শৈত্যপ্রবাহের তীব্রতা কমার কোনো ইঙ্গিত না থাকায় শুক্রবার পর্যন্ত আরও তিনটি নতুন হলুদ সতর্কতা কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত রাতটি ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এখন পর্যন্ত চলতি মৌসুমের সবচেয়ে ঠান্ডা রাত ছিল। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস (২০.১২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত নেমে গেছে এবং সারা দেশে ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে।