রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের পানি সংকটের কারণে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসী।
স্থানীয়রা জানান, বিকাল ৫টা ১৯ মিনিটে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে টিনের ঘরগুলোতে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছেও পানি কম থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানির সংকট দূর করার জন্য আরও ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।’
বাসিন্দারা জানিয়েছেন, আগুনের কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ঘর থেকে মূল্যবান জিনিসপত্র বের করে নিরাপদ স্থানে সরাচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তিবাসীদের সরাসরি দুর্ঘটনার এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।
প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।