বরিশাল জেলার উজিরপুর থানার জয়শ্রী গ্রামের মৃণাল কান্তি রায় (৬৯) গত ০৮/০৭/২০২৫ ইং তারিখ তার নিজ বাড়ি (ডাক্তার বাড়ি), শিকারপুর থেকে সকাল ৯টার দিকে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং জয়শ্রী বাজারের দিকে যান।
সেখানে স্থানীয়রা তাকে ঘোড়া ফেরা করতে দেখেছেন। ওই সময় তার পরনে ছিলো একটি শার্ট ও ট্রাউজার। কিন্তু সেই দিন থেকে আজ অবধি তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ মৃণাল কান্তি রায়ের সন্ধানে ০৯/০৭/২০২৫ ইং তারিখে উজিরপুর থানায় জিডি করা হয়েছে।
কোনো স্বহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিচের নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন তার ছেলে শিব রায় ও শম্ভু রায় 01880496941,0198639525