আ. লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে জনতার ঢল

ছবি সংগৃহিত।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) দুপুরে মিন্টো রোডের ফোয়ারার সামনে নির্মিত মঞ্চের পেছনে জুমার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। নামাজ শেষে সেখানেই শুরু হয় দাবির পক্ষে সমাবেশ। এছাড়াও জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ নিষিদ্ধে নির্মিত মঞ্চের দিকে আসতে শুরু করেন। নানান স্লোগানে আন্দোলনকারীরা আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবী জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে রাজধানীর সড়ক গুলোতে মানুষের ঢল লক্ষ করা গেছে। স্লোগানে স্লোগানে মানুষ আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী জানান। রাজধারীর মিন্টো রোডে নির্মিত মঞ্চের দিকে আন্দোলনকারীরা আসতে শুরু করেন। নামাজের পর এ এলাকায় আন্দোলনকারীদের ভিড় দেখা গেছে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা নানান স্লোগানে সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। আর এখনো অসংখ্য মানুষ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামীলীগ নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করছেন। 

সমাবেশে আসা মানুষ বলছেন, আওয়ামীলীগ একটি গণহত্যাকারী দল। তারা নির্বিচারে মানুষ মেরেছে। ধ্বংস করেছে গণতন্ত্র। তাদের দুঃশাসনের সময় মানুষ অতিষ্ঠ ছিলো। সার্বিক দিক বিবেচনা করে আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবী জানাচ্ছি। আমাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ করে যাবো। 

মিছিল ও বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তৎপরতা দেখা গেছে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখান থেকেই আজ জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি: পুলিশ

ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

অভিনেতা বুলবুল আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের রোমান্টিক ভৌতিক সিনেমা ’দ্য রাজা সাব’

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস'

ফরিদা পারভীনের বর্তমান শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটি সহ নারী আটক

‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র কাজে ব্যয় হবে ১১১ কোটি টাকার বেশি

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

১০

বিরামহীন বর্ষায় শ্রমজীবি অসহায় মানুষের জন্য ইউএনও'র উদ্যোগ

১১

বেইজিংয়ে শি জিনপিং ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১২