চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইউরোপে ৯৬৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।
যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি ১৭ শতাংশের বেশি। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এই সময়ে বিশ্ববাজার থেকে ৩ হাজার ৯৭১ কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। যার ২৪ শতাংশই রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় স্থান ধরে রেখেছে পোশাক রপ্তানিকারকরা।
তবে তুলনামূলক বেশি রপ্তানি করে প্রথম স্থানে আছে চীন, দেশটির রপ্তানির পরিমাণ হাজার কোটি ডলারের বেশি। যদিও তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি কিছুটা কমেছে। এছাড়া ধারাবাহিকভাবে বাড়ছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের পোশাক রপ্তানি।