ভারতের রান পাহাড় টপকে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

ছবি : সংগৃহীত।

নারী বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে রান তাড়া করার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে ধরাশায়ী করেছে অস্ট্রেলিয়া। 

রোববার (১২ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে অজিদের বিপক্ষে ৩৩০ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েও শেষমেশ ৩ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া।

দেশের মাটিতে নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের স্মৃতি মান্ধানা। তবে তারকা ব্যাটারের এমন কীর্তির ম্যাচে রানের পাহাড় গড়েও জয়ের মুখ দেখেনি ভারত। 

টিম ইন্ডিয়ার রান তাড়া করে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন ঝোড়ো ব্যাটিংয়ে রীতিমতো ম্যাচ ঘুরিয়ে দেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। ১০৭ বল খেলে দলীয় স্কোরকার্ডে একাই যোগ করেন ১৪২ রান। আর বল হাতে অস্ট্রেলিয়ার জয়ের কারিগর অ্যানাবেল সাদারল্যান্ড, মাত্র ৪০ রান দিয়েই শিকার করেন ৫ উইকেট।

বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যালিসা হিলি। ইনিংসের শুরুতে কিছুটা সাবধানী হলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে ব্যাট হাতে আগ্রাসী রূপে স্কোরকার্ডে রান তুলেন টিম ইন্ডিয়ার ২ ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা।

 ব্যাটিং তাণ্ডব গড়েন ১৫৫ রানের জুটি। তবে সেই জুটি ভাঙেন মোলিনেয়াক্স।৬৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার, ৩টি বিশাল ছক্কায়। আর এই ইনিংস খেলার পথেই এ বছরে ১ হাজার রান পূর্ণ করেন বাঁ-হাতি এই ব্যাটার। 

এতে বিশ্বের প্রথম নারী ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচে টিম ইন্ডিয়ার এই ওপেনার করেছেন ১০৬২ রান।

এর আগে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন মান্ধানা। ওই সময় ১৭ ম্যাচে ৯৮২ রান করা অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার বেলিন্ডা ক্লার্কের রেকর্ড দখলে নিয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রান করেছিলেন ক্লার্ক।

এদিকে বিশাখাপত্তনমে ভারতের রান যখন ১৯২, তখন দ্বিতীয় উইকেটের পতন হয়। ৯৬ বলে ৭৫ রান করে ওপানার প্রতিকাকে সাজঘরে ফেরান সাদারল্যান্ড। অন্যদিকে ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের ক্যারিয়ারে হাজার রান করেন হার্লিন দেওল। পরে দলের হাল ধরতে ব্যর্থ হন ভারত অধিনায়ক হারমানপ্রীত। ১৭ বলে ২২ রানেই সাজঘরে ফিরেন তিনি। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৩৩০ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।

ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই ৩৩০ রান কম নয়। তবে অজি ব্যাটাররা শুরুতেই যেন বুঝিয়ে দিচ্ছিলেন জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছেন তারা। এদিন ওপেনিং জুটিতেই স্কোরকার্ডে বড় রান যোগ করেন হিলি ও লিচফিল্ড। তবে পাওয়ার প্লের পর রান তোলার গতি কিছুটা কমে আসে। প্রথম ১০ ওভারে ৮২ রান উঠলেও পরের ২০ ওভারে শতরানের সামান্য বেশি রান করে অজিরা।

শুরুতে হিলিকে রান তুলতে সঙ্গ দেন ফোব লিচফিল্ড। ৪০ রানে তিনি সাজঘরে ফেরার পর চোটের জন্য এলিস পেরি উঠে যাওয়ায় অস্ট্রেলিয়া বড় ধরনের ধাক্কা খায়। যদিও পরে আবারও ব্যাট করতে নামেন তিনি।  

পেরি উঠে যাওয়ার পর দুই ওভারেই একে একে ২২ গজের মাঠ ছাড়েন বেথ মুনি (৪) ও অ্যানাবেল সাদারল্যান্ড (০)। কিন্তু হিলি একাই দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। আর তার সঙ্গে ছিলেন অ্যাশলে গার্ডনার। দু’জনে চতুর্থ উইকেটে স্কোরকোর্ডে যোগ করেন ৯৫ রান। শেষ পর্যন্ত আর অস্ট্রেলিয়ার জয় আটকাতে পারেনি টিম ইন্ডিয়া।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

বাপ্পারাজের রহস্যময় পোস্ট !

ফিক্সিংয়ে জড়িতরাও কী বিপিএলে অংশগ্রহণ করতে পারবেন :যা জানা গেল

টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ভারতের রান পাহাড় টপকে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

উল্লাপাড়ায় মিম খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি

দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

গাজায় ২৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য

আবু সাঈদ হত্যা : দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

১০

পিআর পদ্ধতি, জাতীয় পার্টির নিষিদ্ধসহ ৫-দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্বারকলিপি

১১

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

১২