বৃহস্পতিবার আবারও ৩ মোড়ে কর্মসূচির ঘোষনা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তিন গুরুত্বপূর্ণ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরান ঢাকার তাঁতিবাজার, সায়েন্স ল্যাব ও গাবতলীর টেকনিক্যাল মোড়ে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালিত হবে। তবে আজকের কর্মসূচি এখানেই শেষ করা হয়। 

বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে ঢাকা কেন্দ্রিক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে এ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ বলেন, আজকের কর্মসূচি এখানেই শেষ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

মাসুম বিল্লাহ আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না। শিক্ষার্থীদের মতে, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের লক্ষ্য স্পষ্ট। শিক্ষাই তাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে নিহত বিএনপি নেতার জানাযা সম্পন্ন

সিরাজগঞ্জের কাজিপুরে অপরিকল্পিত মিনি স্টেডিয়াম,কোটি টাকা জলে

বাংলাদেশে ‘অন অ্যারাইভাল ভিসা’ আপাতত বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার আবারও ৩ মোড়ে কর্মসূচির ঘোষনা

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা–রুপা

আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্ত: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

ঢাকার ৪ পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১০

কেবিন ক্রুদের মিলনমেলা; বিমানবালা হওয়ার স্বপ্নপথের অজানা দিক

১১

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখ্যাস বিসিবির

১২