খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে গত দুই দিনে ২০ হাজারেরও বেশি ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহের পাশাপাশি ৭ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।  

খুবির হাদী চত্বরে ‘গিভ অ্যান্ড টেক সিজন-২’ শীর্ষক কর্মসূচি থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, গত বছরের ন্যায় এ বছরও ‘গিভ অ্যান্ড টেক’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।  

এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ লোকজন ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা গ্রহণ করেছেন। আমরা গত দুই দিনে ৭ শতাধিক চারা বিতরণ এবং ২০ হাজারেরও বেশি ব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি। এ বিষয়ে খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, সোমবার দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। মাত্র দুই দিনে এত প্লাস্টিক বোতল সংগ্রহ দারুণ একটা ব্যাপার। আমাদের আশেপাশে প্লাস্টিকের বোতল ও ভাঙা অংশ জমে পরিবেশ নষ্ট হচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির মাধ্যমে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশবান্ধব মানসিকতার সৃষ্টি হচ্ছে। তিনি ভবিষ্যতেও জনসচেতনতা ও বসবাসযোগ্য সুন্দর পরিবেশ তৈরিতে সবাইকে উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১০

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১১

গোপালগঞ্জ নিয়ে পরিকল্পনা জানিয়ে নাহিদ ইসলামের স্ট্যাটাস

১২