সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ।এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে দুই দফার প্রথম ফ্লাইটে দুবাই যাচ্ছেন লিটন-জাকেররা।বাংলাদেশ সময় ১০ টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন তারা।
বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শিরোপা জিতেই দেশে ফিরতে চায় লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি এবং ঐরকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই যাচ্ছি।’
দ্বিতীয় ধাপে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন টিম ম্যানেজমেন্টের সদস্য সহ আরও ১৪ জন। তারা দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।