ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে যা বলছে জাতিসংঘ

ছবি : সংগৃহীত।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, এ ধরনের পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার প্রেক্ষাপটেই নয়, পুরো অঞ্চলের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে। 

তিনি সতর্ক করে বলেন, এ ঘটনা ভবিষ্যতের জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হয়ে থাকতে পারে। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘটনায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই পরিস্থিতি অঞ্চলের জন্য ‘উদ্বেগজনক পরিস্থিতি’ তৈরি করেছে।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক ঘটনাগুলো ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে।

মুখপাত্র আরও জানান, মহাসচিব বারবারই বলেছেন— সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। 

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলা হয়নি। একইসঙ্গে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান বজায় রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি তিনি আহ্বান জানান।

এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ। বিবিসি বলছে, কলম্বিয়ার আহ্বানে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামীকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

অন্যদিকে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো’। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা’। 

যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ‘ভেঙেপড়া অবকাঠামো’ ঠিক করবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।

শনিবার ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২

শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ

যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সচিব হলেন ৩ কর্মকর্তা

১০

দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

১১

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ২৭৩

১২