পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। গায়ক নিজেই এবার ঢাকা আসার প্রসঙ্গে মুখ খুললেন। এবার খবরটি এসেছে সরাসরি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আতিফ বুধবার (১৯ নভেম্বর) একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ডিসেম্বরেই ঢাকায় অনুষ্ঠিত হবে তার বহুল প্রত্যাশিত কনসার্ট। পোস্টের ক্যাপশনেই তিনি তারিখ উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, কখন ভক্তদের সামনে হাজির হবেন তিনি।
আতিফ আসলাম তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকায়। সেই সঙ্গে গায়কের কনসার্টে গান গাওয়ার একটি ছবি যুক্ত করেছেন। সেখানে কনসার্টের সময় এবং টিকিট কেনার বিষয়টিও এসেছে। এর আগেই আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে গায়কের বহুল প্রত্যাশিত ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে। এবার শিল্পীর নিজের পক্ষ থেকে ঘোষণায় ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।
মেইন স্টেজের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ১টা থেকে গেট খুলে দেয়া হবে। পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা থেকে এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে রাখা হবে একাধিক ক্যাটাগরির টিকিট।